WELLCOME BACK
তো চলে এলাম আরো একটি পোস্ট নিয়ে। এই পোস্ট আমি আপনাদের আমার তৈরি করা একটি Blogger থিম শেয়ার করবো। যেটি হলো One Page Portfolio থিম। থিমের ডিজাইন অনেক সুন্দর যা দেখলে বুঝতে পারবেন।
এটিও অন্য থিমের মতো Personal, এটি আপনি Freelancer, Developer… এসব হয়ে থাকলে নিজের জন্য ব্যবহার করতে পারেন!
Blogger এর সিস্টেম ভালো তাই Blogger থিম আপনাদের দিচ্ছি!
Portfolio — থিম
Portfolio ওয়েবসাইট সেসব মানুষের জন্য অনেক প্রয়োজন যারা Freelancer, Developer, Agancy … এগুলো বিষয়ে নিজেদের Portfolio ওয়েবসাইট থাকা অনেক ধরকার। তবে ওয়েবসাইট তৈরি করতে নিজেদের থিম সহ অনেক কিছু নিতে অনেক টাকা খরচ করতে হয়। তবে আমি আপনাদের ফ্রীতে Portfolio একদম প্রিমিয়াম ডিজাইন এর থিম তৈরি করে দিবো! 🙃
তো প্রিভিউ দেখে আসুন!
Live Preview
আশাকরি পছন্দ হয়েছে!
থিম ডাউনলোড:
Blogger এ দুটি উপায়ে থিম আপলোড হয়, xml এবং txt। আপনি মনে হয়, শুধু xml এর কথায় বেশি জেনে থাকবেন। তো আমার দেওয়া থিমটি txt ফাইলে হবে। এটা বলার কারণ পরে যেনো প্রশ্ন না করেন!

Author: Hasan Islam
এখন Menu তে ক্লিক করুন!
এখন Theme এ ক্লিক করুন!
এখন এখানে ক্লিক করুন!
এখন Restore এ ক্লিক করুন!
এখন Upload এ ক্লিক করুন!
তারপর আপনার ডাউনলোড করা থিমটি সিলেক্ট করুন এবং তারপর অটো থিম সেটআপ হয়ে যাবে ☺️!
যদি আপনার কোনো ওয়েবসাইট এর থিম পছন্দ থাকে তাহলে লিংক দিবেন, আমি সেটার থিম আপনাকে দেওয়ার চেষ্টা করবো ☺️
THE END