আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটি আর্টিকেল লিখছি। আজকের আর্টিকেলে আমি দেখাবো কিভাবে আপনারা কোনো নয়েজ যুক্ত অডিও থেকে নয়েস রিমুভ করবেন। এই কাজটি আমরা সম্পূর্ণ Ai দিয়েই করবো তাই ইডিটের ঝামেলাও হবে না।

 

আমরা প্রায়ই অনেক সময় কোনো অডিও রেকর্ড করলে সেটাতে নয়েজ চলে আসে। যদিও এখন অনেক ফোনেই নয়েজ ক্যান্সেলেশন মাইক দিচ্ছে তবে ২০ হাজার টাকার নিচের ফোন গুলোতে সেটা তেমন একটা দেখা যায় না। আর বাংলাদেশের এভারেজ মানুষ ২০ হাজার টাকার আশে পাশের বাজেটের ফোনই বেশি কিনে। সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ফোনেই নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই।

সেক্ষেত্রে ভয়েজ রেকর্ড করতে গেলে দেখা যায় আশে পাশের নানা নয়েজ অডিও তে চলে আসছে। তো অডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য কিন্তু আমরা একটি Ai টুলস ইউজ কর‍তে পারি। এটা থেকে আপনাদের অডিও এর নয়েজ প্রায় ৯৫% এর উপরে কমে যাবে। অনেকক্ষেত্রে তো ১০০% নয়েজ ই রিমুভ হয়ে যায়। তবে আমি এভারেজ ৯৫% ধরে নিবো।

প্রফেশনালভাবে অডিও থেকে নয়েজ রিমুভ করলে যেমন রেজাল্ট পাওয়া যায় এই টুলস দিয়ে করলেও অলমোস্ট তেমন একটা রেজাল্টই পাবেন আপনারা। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে অডিও থেকে নয়েজ রিমুভ করবেন তাও এপ ছাড়া Ai টুলস দিয়ে।

 

অডিও থেকে নয়েজ রিমুভ করার Ai টুলস

অডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য সব থেকে বেস্ট Ai টুলস হলো adobe podcast. এটা দিয়ে অনেক ভালোভাবে অডিও থেকে নয়েজ রিমুভ করা যায়। আর এটা একদম ফ্রি। তবে কিছু লিমিটেশন আছে যা আমি শেষে বলে দিবো।

 

অডিও থেকে নয়েজ রিমুভ করার পদ্ধতি

অডিও থেকে adobe podcast দিয়ে যেভাবে নয়েজ রিমুভ করবেন তার পদ্ধতি নিয়ে দেওয়া হলো। সেগুলো ফলো করুন।

১. প্রথমে podcast.adobe.com এই লিংক এ চলে যান।

২. এরপর এখানে গেলে আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে। তো সেখান থেকে একটু নিচে নামলে নিচের মতো Enhance Speech অপশন পাবেন। সেখানে ক্লিক করে দিবেন।

[বিদ্র: যদি adobe তে আপনার একাউন্ট না থাকে তাহলে নিচের স্ক্রিনশট এ কালো মার্ক করা যায়গায় log in ও sign up অপশন পাবেন, সেখান থেকে একাউন্ট করে নিবেন]

 

 

৩. Enhance Speech এ আসলে নিচের মতো পাবেন। সেখান থেকে Choose file এ ক্লিক করে যে অডিও থেকে নয়েজ রিমুভ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। আর খেয়াল রাখবেন পাশের বক্সে যে V2 লেখা আছে। ঐটা জেনো v2 ই থাকে।

[V2 মানে ভার্সন ২, ভার্সন ১ ও আছে তবে ভার্সন ২ বেশি ভালো কাজ করে ১ এর তুলনায়। তবে ভবিষ্যতে ভার্সন ৩ আসলে সেটা ভালো কাজ করলে এখানে v3 সিলেক্ট করবেন।

 

 

৪. এরপর কিছুক্ষণ ধরে প্রসেসিং করবে। অডিও যত বড় ও কোয়ালিটি ফুল হবে তত বেশি সময় লাগবে। আমি ১ মিনিটের একটা অডিও নয়েজ রিমুভ করেছিলাম। ১ মিনিটের অডিও-কে প্রসেসিং করতে আমার ক্ষেত্রে প্রায় ৩৮ সেকেন্ড লেগেছিলো। [নেটওয়ার্ক স্পিডের উপরও এটা ইফেক্ট পরে]

৫. এরপর প্রসেসিং কম্পিলিট হলে নিচের স্ক্রিনশট এর মতো আসবে, সেখান থেকে চাইলে প্লে করে রেজাল্ট শুনতে পারবেন আবার Download এ ক্লিক করে অডিও ডাউনলোড করে নিতে পারবেন।

 

তো এই ছিলো কিভাবে নয়েজ রিমুভ করবেন অডিও থেকে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন এই টুলস এর ফ্রি ভার্সনে কিছু লিমিটেশন আছে। সে লিমিট গুলো আমি নিচে দিয়ে দিচ্ছি।

নয়েজ রিমুভ করার লিমিট

    • একবারে সর্বোচ্চ ৩০ মিনিট এর অডিও এর নয়েজ রিমুভ করতে পারবেন। এর বেশি হলে পারবেন না, তখন অডিও কাট করে নিতে হবে অন্য টুলস ইউজ করে
    • যে অডিও এর নয়েজ রিমুভ করবেন সেটা সর্বোচ্চ ৫০০ এম্বি হতে পারবে।
    • একদিনে সর্বোচ্চ ১ ঘন্টার অডিও এর নয়েজ রিমুভ করতে পারবেন। এক্ষেত্রে আপনি ২ টা ৩০ মিনিটের অডিও এর নয়েজ রিমুভ করেন আর ১ মিনিটের ৬০ টা, সেটা আপনার ব্যাপার।
    • ভিডিও এর নয়েজ রিমুভ করতে পারবেন না।

ফ্রি ভার্সন দিয়ে অডিও এর নয়েজ রিমুভ পদ্ধতি

ফ্রি ভার্সন দিয়ে ছোট্ট একটা ট্রিকস খাটিয়ে আপনারা ভিডিও এর নয়েজ ও রিমুভ করতে পারবেন। এর জন্য নিচের স্টেপ ফলো করুন।

১. প্রথমে অন্য কোনো “ভিডিও টু অডিও” এর টুলস ইউজ করে আপনার ভিডিও থেকে একটা অডিও ক্লিপ আলাদা করে নিন।

২. এবার উপরের রুলস ফলো করে অডিও থেকে নয়েজ রিমুভ করুন।

৩. এরপর ক্যাপকাট ইউজ করে, ঐ ভিডিও এর ভলিউম ০ করে দিয়ে, নয়েজ রিমুভড ক্লিপ এড করে দিন।

এগুলো আবার দেখাতে অনেক বড় হয়ে যাবে পোস্ট। যদি এটুকু পড়ে কিছু না বুঝেন তাহলে জানাবেন আমি আলাদা করে আরেকটা আর্টিকেল লিখে দিবো।

 

শেষকথা

আজকের পোস্ট এই পর্যন্তই আশা আপনাদের কাজে লাগবে এইটা। শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Shares:
Leave a Reply