WELLCOME BACK

H

ello guys. How are you all? I hope you are all well. I came again with a post. Let’s go..

তো অনেক দিন পোস্ট লেখা হয় না যায় কারন আমি Coding নিয়ে একটু কাজ করছি যাতে trickbd তে আরো ভালো কিছু শেয়ার করতে পারি।

তো আজকে কথা বলবো একটি সবচেয়ে সেরা Ai নিয়ে যা একটি message এই সম্পূর্ণ Website/App তৈরি করে দিবে।

Chatgpt, deepseek এই গুলো এই Ai এর কাছে কিছুই না। মানে Coding এর দিক দিয়ে।

আপনি শুধু একটি prompt দিবেন আর Ai নিজেই কোডিং লিখে ওয়েবসাইট বা App আপনি যেটা বলবেন তৈরি করে দিবে।
তো চলুন আগে Ai টি সম্পর্কে কিছু জেনে নিন।

একটি AI-চালিত ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ডিং প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের কোডিং ছাড়াই সম্পূর্ণ স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে সাহায্য করে। এটি প্রাকৃতিক ভাষার বর্ণনার মাধ্যমে ব্যবহারকারীদের ধারণাগুলিকে বাস্তব কাজে রূপান্তর করে।

Lovable.dev একটি AI-চালিত ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ডিং প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের কোডিং ছাড়াই সম্পূর্ণ স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে সাহায্য করে। এটি প্রাকৃতিক ভাষার বর্ণনার মাধ্যমে ব্যবহারকারীদের ধারণাগুলিকে বাস্তব কাজে রূপান্তর করে।

প্রধান বৈশিষ্ট্য

  • প্রম্পট-ভিত্তিক ডেভেলপমেন্ট: ব্যবহারকারী শুধুমাত্র একটি টেক্সট প্রম্পট লিখে (যেমন, “একটি ল্যান্ডিং পেজ তৈরি করো”) Lovable.dev-এর মাধ্যমে সম্পূর্ণ অ্যাপ বা ওয়েবসাইট জেনারেট করতে পারে ।
  • সুপাবেস ইন্টিগ্রেশন: ব্যাকএন্ড ফাংশনালিটি যেমন ডাটাবেস ম্যানেজমেন্ট, অথেনটিকেশন (Supabase ব্যবহার করে), এবং API সংযোগের জন্য সমর্থন রয়েছে ।
  • রিয়েল-টাইম এডিটিং: ব্যবহারকারীরা প্রম্পটের মাধ্যমে UI বা ফাংশনালিটি পরিবর্তন করতে পারে, যেমন “হিরো সেকশনে অ্যানিমেশন যোগ করো” ।
    – **গিটহাব সিঙ্ক**: জেনারেট করা কোড গিটহাবে সিঙ্ক করা যায়, যেখানে ব্যবহারকারীরা কোড এডিট করতে পারেন ।
  • স্বয়ংক্রিয় ডিবাগিং: AI এর মাধ্যমে বাগ ফিক্সিং এবং অপ্টিমাইজেশনের সুবিধা রয়েছে।

↑ Collect – deepseek.com

তো এখন চলুন দেখা যাক কিভাবে তৈরি করবেন।

প্রথমে lovable. এ যান।

এখন Navigation menu তে ক্লিক করে Sign up এ ক্লিক করুন।

এখন Sign up করুন যেকোনো একটি দিয়ে

এখন দেখুন আমি শুরু এটি লিখছি “Create E-commerce website.”

এখন preparing হবে এবং কোডিং অটো লিখতে থাকবে [কোডিং দেখতে চাইলে Desktop mode করলে দেখতে পাবেন।]

১ থেকে ২ মিনিট অপেক্ষা করুন।

কোডিং শেষ হলে এখন ওয়েবসাইট পাবলিশ করতে হবে বা Preview দেখতে চাইলে Desktop mode করলে দেখতে পাবেন।


পাবলিশ হয়ে গেছে এখন ওয়েবসাইট এ যান।

দেখুন শুধু এক লাইন লেখাতে কত সুন্দর ওয়েবসাইট তৈরি করে দিয়েছে। শুধু তৈরি না সাথে Page ও তৈরি করে দিয়েছে না বলতেই। আর এজন্যই বলেছি যে কেনো এই Ai সেরা।





Website Customize

যদি ওয়েবসাইট Edit করতে চান বা নতুন কোনো কিছু যোগ করডে চান তাহলে এখানো এসে শুধু বলবেন।

কোড আপডেট দিলে এখানেও আপডেট করে নিবেন।

প্রতিদিন ৭-১০ টির মতো prompt ই দিতে পারবেন বা একটু বেশি ও দিতে পারেন। এটি Account অনুযায়ী।ফ্রী তে এটাই অনেক আর আপনি চাইলে এক prompt এ সব সিস্টেম বলে ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন।[ Paid নিতেও পারেন]

CUSTOM Domain ব্যবহার করতে Paid করতে হবে।

Database সিস্টেম আছে – Supabase যুক্ত করতে হবে।

যেকোনো ওয়েবসাইট এর Url দিয়ে clone করে নিতে পারেন বা Image দিয়েও।

আমি বিস্তারিত আমার মতে মনে হয় বলতে পেরেছি যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট এ বলে যাবেন।

পরের পোস্টে এমন আরো অনেক ফ্রী Ai নিয়ে একসাথে পোস্ট করবো, তাহলে আজকে এই পর্যন্তই।

THE END

S

o friends, that’s it for today. See you in another post. If you like the post then like and comment. Stay tuned to Trickbd.com for any updates.

Shares:
Leave a Reply