WELLCOME BACK

H

ello guys. How are you all? I hope you are all well. I came again with a post. Let’s go..

Google Veo 2 হলো একটি Text To Video জেনারেট সিস্টেম। এটি অন্য সব Ai এর থেকে একদম আলাদা, কারন এটিতে আপনি যেমন ভিডিও চাইবেন তেমন পাবেন। এটি আপনার prompt এর মতোই করেই তৈরি করে দিবে। Veo 2 VideoFX এর দারা Text To Video তৈরি করে। তবে এতে একটি না আরো সিস্টেম রয়েছে যপগুকোর একেকটির কাজ একেক। তবে যেহেতু আমি Text To Image এর কথা বলবো তাই, অন্য টপিক নিয়ে পরে কথা হবে।

Text To Image এর জন্য ImageFX এবং Whisk ব্যবহার করা যায়। এগুলো একদম ফ্রী। ImageFX হলো Imagen 3 এর ছবি জেনারেট করে যা 4K Quality এবং রিয়ালিস্টিক। এটি অনেক পাওয়ারফুল Model এর মধ্যে একটি। যা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন।

ওয়ার্নিংঃ

বর্তমান এইগুলো বাংলাদেশ সার্ভার এর জন্য চালু নেই। তাই VPN ব্যবহার করতে হবে। VPN এ United States(US) এর সার্ভার সিলেক্ট করে চালু করে নিন। VPN ছাড়া ঠুলে এমন দেখাবে।

তো এখন এই লিংক এ যান বা Google Veo 2 সার্চ করলেও পাবেন। (VPN চালু করে নিবেন)।

এখন এখানে ক্লিক করুন।

এখন আপনার Google Account দিয়ে লগইন করুন।

এখন,


বর্তমান Video জেনারেট ফ্রী নেই। এখন এখানে ক্লিক করুন।

এই হলো সব সিস্টেম গুলো, তো প্রথমে ImageFX দিখুন।

এই হলো ImageFX, এখানে থেকে আপনি একটি prompt এর ৪ টি ছবি জেনারেট করতে পারবেন। Setting করে ছবির Setting করে নিতে পারবেন।

তো আমি একটি random তৈরি করলাম:

এখন দেখুন কত সুন্দর ছবি জেনারেট করে দিছে।

Whisk

এটিতে মূলত হলো Text To Image এবং Image To Animated ভিডিও জেনারেটর তবে Animated করতে পেইড করতে হয়।

তো আবার এখান থেকে, এখানে ক্লিক করুন।

এটি কেটে দিন।

এটিতে আপনি Image যুক্ত করেও Image তৈরি করতে পারবেন, একসাথে অনেক Image ও যুক্ত করতে পারবেন। প্রতিটি prompt এর জন্য ২ টি করে ছবি জেনারেট হবে।

আমি একটি করে দেখাচ্ছিঃ

এখন জেনারেট হচ্ছে

এই দেখুন হয়েছে। ছবিতে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।



এটিতে গান বানানো এবং DJ গান বানানোর ও সিস্টেম আছে। যদি এটি বিষয় এ পোস্ট চান তাহলে কমেন্ট করবেন।

THE END

S

o friends, that’s it for today. See you in another post. If you like the post then like and comment. Stay tuned to Trickbd.com for any updates.

Shares:
Leave a Reply