WELLCOME BACK

H

ello guys. How are you all? I hope you are all well. I came again with a post. Let’s go..

জিবনে একবার হলেও রক পেপার সিজার্স গেমটি খেলে থাকবেন। কিন্তু কথনো কি এটি Website এর মধ্যে খেলেছেন?

যদিও খেলে থাকেন তাহলে কি নিজে তৈরি করে খেলেছেন?

তো এই পোস্ট এ দেখাবো যে কিভাবে খুব সহজ এ Html + Css + Javascript দিয়ে আপনার যেকোনো ওয়েবসাইট রক পেপার সিজার্স গেমটি তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক।

Live Demo ও আছে যা নিচে দিয়ে দিবো। তো বলি গেমটিতে থাকছে একটি Auto Bot যা আপনার সাথে গেমটি খেলবে।

কে Win হলো এটি বলবে। আরো অনেক কিছু নিয়ে গেমটি একদম সুন্দর করে ডেভেলপ করা হয়েছে।

তো এখন কোডিং এর বিষয় এ আসা যাক। কোড গুলো খুব সহজ। তিনটি কোড দিবো Html, css, javascript। এগুলো একটি একটি করে দিচ্ছি আপনি কপি করে নিয়ে আপনার ওয়েবসাইট এ ব্যবহার করুন।

নিচে ডিরেক্ট কোড দিচ্ছি।

HTML CODE





  
  
  
  Rock Paper Scissors
  


  
"User's "BOT's

Let's Play!

Shares:
Leave a Reply