Perplexity এখন Whatsapp এ 😯 [Whatsapp এর সেরা বট ]

হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন  দেখেছেন Perplexity এখন Whatsapp এ চলে এসেছে। আর আজ আমরা যেই বটের কথা জানতে চলেছি সেটার নামই হচ্ছে Perplexity ।

Intro : হেই Trickbd ‘র বাসিন্দাগণ, আসসালামু আলাইকুম। আমি Shahriar Abid অনেকদিন পর নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের পোস্টের বিষয় হচ্ছে………….. [Title এ দেখে নিন]।

আচ্ছা, এইমাত্র আপনি যদি Title থেকে ফিরে আসেন তাহলে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি 😁। আপনাকে কষ্ট দেয়ার জন্য দুঃখীত। আমি আবার বলে দেই আমাদের আজকের পোস্টের বিষয় হচ্ছে বা আজকের Tricks টি হচ্ছে কিভাবে আপনারা Whatsapp এর Advanced Bot [Perplexity] ইউজ করবেন। তো আঙুল দিয়ে বা ইঁদুর (Mouse) দিয়ে সামান্য Scroll করে মূল পোস্টটি পড়তে শুরু করুন। আচ্ছা, যে Perplexity নিয়ে আজকের পোস্ট সেই Perplexity ই কী যদি না জানি তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়?

Perplexity : পারপ্লেক্সিটি হলো একটা AI (Artificial Intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। যা আপনার প্রশ্নের উত্তর দিতে পারে, ছবি তৈরি করে দিতে পারে। ইত্যাদি !

এখন আপনারা লিংককে ক্লিক করেই বটে চলে যাবেন না। আগে পোস্টটা সম্পূর্ণ পড়ুন।

Whatsapp Advanced Bot Link [Number] : +1 (833) 436-3285

এখন আমরা যদি WhatsAppBot [Perplexity] কে ইউজ করতে চাই তাহলে বটের নাম্বার লাগবে। [কেননা Whatsappটেলিগ্রামের মত বট তৈরি করার Feature নাই।] এখন উপরে দেয়া আছে বটের নাম্বার। এত ঝামেলার দরকার নাই। আমরা ডিরেক্ট লিংকে ক্লিক করে বটে চলে যাবো।

এরপর Whatsapp আমাদেরকে কিছু মেসেজ সাজেস্ট করবে। সেগুলোকে তোয়াক্কা না করে আমি প্রথমে সালাম দিলাম। আর Perplexity সালামের জবাব দিলো।

তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম “তুমি কে?”। সে তার সম্পর্কে কিছু বললো৷

এখন Image Generate করার পালা। তাই আমি Generate an Image of এর পর একটা Prompt দিলাম। একটু পরই আমাদের ছবি তৈরি করে দিবে।

ব্যাস, দেখেই নিন কী দ্রুত ছবি বানিয়ে দিলো।

Telegram এ যেভাবে “/” দিলে অনেক কমান্ড Show করে ঠিক তেমনইভাবে WhatsApp ও এই Feature টা এনেছে। বাকি কমান্ডগুলো Try করে দেখতে পারেন।

তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। Trickbd’র সাথে থাকবেন। ধন্যবাদ!

⚠️ এই পোস্টটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে করা হয়েছে। কেউ এর অপব্যবহার করলে নিজে দায়ী থাকবেন।

Shares:
Leave a Reply