আসসালামু আলাইকুম।
তো কেমন আছেন Trickbd বাসী?
অনেকদিন পর একটা পোস্ট লিখলাম। Title দেখে বুঝেই গেছেন এটা Sms Bombing নিয়ে পোস্ট।
তো বন্ধুদের ফোন ঝালাপালা করতে সম্পূর্ণ পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
প্রথমে আপনারা @TaDarkMan_Sms_bomber_bot বটটিকে Start করে নিবেন।
তারপর বট বাবাজি বলবে তাদের চ্যানেলে জয়েন হতে। তো বট বাবাজির কথামতো চ্যানেলে জয়েন হয়ে ✅ Joined বাটনে একটা হাল্কা করে টাচ্ করে দিবেন।
এখন আসলো আসল কাম। তারজন্য নিচে থাকা 💣 SMS BOMBING 🚀 বাটনে একটা থাপ্পর দিবেন।
আর আপনার যেকোনো বন্ধুর একটা নাম্বার দিয়ে দিবেন। যেমন : 017××××××××
ব্যাস, এখন ফোন দিয়ে আপনার বন্ধুর খোজ-খবর নিন 😁
বটটা Test করার জন্য আমি নিজের নাম্বার দিয়েছিলাম ☹️ [স্ক্রিনশটটা দেখুন]
⚠️ বটটি শুধুমাত্র মজা করার জন্য বানানো হয়ে আর পোস্টটি করা হয়েছে আপনাদের জানানোর জন্য। তাই এই বট দিয়ে কাউকে জ্বালাতন করলে সেটার দায়ভার আপনার নিজের [এক্ষেত্রে আমি কোনোভাবেই দায়ী থাকবো না]
তো পোস্টটি এ পর্যন্তই। আবারও আপনাদের মাঝে ফিরে আসবো নতুন কোনো Tips & Tricks নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন ; খুব বেশি ভালো। গুড ভাই/বোন 😁