আসসালামু আলাইকুম
আপনি কি জানেন, আপনার পছন্দের TrickBD-এর মাসিক ভিজিটর কত? আমরা সেটাই জানার চেষ্টা করব একটি টুলের মাধ্যমে।
আমরা যারা বিভিন্ন ওয়েবসাইট ব্লগিং করি তাদের এই টুলটি ব্যবহার জানা গুরুত্বপূর্ণ। হয়তো অনেকেই এই টুলটি সম্পর্কে জানবেন, কিন্তু যারা এই লাইনের নতুন তারা অনেকেই জানেন না এই টুলটির কাজ সম্পর্কে।
এটি ছোট্ট একটি ট্রিক হলেও নতুনদের জন্য এটা খুবই কার্যকরী। কারণ এই টুলের সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটের রিচ বৃদ্ধি করতে পারবেন। আপনার ওয়েবসাইট এনালাইস করে নিতে পারবেন। যদিও এটা প্রিমিয়াম ভার্সনে অনেক সুবিধা রয়েছে। তবে ফ্রি ভার্সনের সুবিধা গুলো আপনাদের দেখাবো।
উদ্দেশ্যে
আপনার একটি ওয়েবসাইট রয়েছে। কিন্তু আপনি এখন আপনার ওয়েবসাইটের ভিজিটর কত আসে সেটাই জানতে পারেন না! অথবা আপনার ওয়েবসাইটে কোন কোন পেজে ভিজিটর সবচেয়ে বেশি আছে সেটা জানেন না। অথবা আপনার ওয়েবসাইট টি বিক্রি করলে কত দাম হতে পারে সেটা জানতে চান? ইত্যাদি এইরকম বিষয়গুলো আপনি জানতে পারবেন এই টুলের মাধ্যমে। এই টুলটি জনপ্রিয় Ahrefs এর traffic checker টুল।
কিভাবে Ahrefs traffic checker টুল ব্যবহার করবেন
সাধারণত Google analytics এর মাধ্যমে ওয়েবসাইটের ট্রাফিক এনালাইজ করা যায়। তবে সেটা করতে হলে ব্যক্তির নিজস্ব মালিকানাধীন হতে হবে। অর্থাৎ আপনার নিজের ওয়েবসাইট আপনি গুগল এনালাইস এর মাধ্যমে এনালাইস করতে পারবেন। কিন্তু অন্য কারো ওয়েবসাইটের ট্রাফিক এনালাইস করতে হলে এই টুলটি আপনাকে কাজে দেবে। তো চলুন দেখে নাই কিভাবে টুলটি ব্যবহার করবেন।
প্রথমে traffic checker টুল এর পেজে যাবেন উপরের লিংক এ ক্লিক করে।
এবার আপনি যে ওয়েবসাইটের ট্রাফিক এনালাইস করতে চান সে ওয়েবসাইটের লিংক পেস্ট করুন।
তারপর Check traffic এ ক্লিক করে অপেক্ষা করুন।
সে ক্ষেত্রে একটি ক্লাউড ক্যাপচা অটোমেটিক পূরণ হবে, না হলে পূরণ করা লাগবে
আপনার কাঙ্খিত ওয়েবসাইটের ট্রাফিক এর তথ্য চলে আসবে। আরো ভালোভাবে দেখার জন্য ব্রাউজারটিকে ডেক্সটপ মুড করে নিবেন। ওয়েবসাইটের যে যে তথ্যগুলো আসলো তার ডিটেলস জেনে নেয়া যাক।
Organic traffic
উক্ত ওয়েবসাইটটিতে শেষ এক মাসে কত অর্গানিক ট্রাফিক এসেছে সেটা দেখাবেন। এখানে অর্গানিক ট্রাফিক বলতে google সহ সকল সার্চ ইঞ্জিন থেকে সরাসরি ক্লিক করে আসা ট্রাফিক গুলোকে বোঝায়। পাশেই একটি ট্রাফিক ট্রেন্ড গ্রাফ দেখতে পাচ্ছেন। গ্রাফ অনুযায়ী জানুয়ারি মাসের আগ পর্যন্ত ট্রাফিক ছিল 60K এবং মে মাসে এসে সেটা দাঁড়িয়েছে প্রায় 40k । অর্থাৎ বোঝাই যাচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক ডাউনে যাচ্ছে।
Traffic value
স্ক্রিনশটে দেখতে পারছেন traffic value $2K দেখাচ্ছে। এর অর্থ হচ্ছে স্কিনশট অনুযায়ী ট্রাফিক গুলো পেইড বিজ্ঞাপনের মাধ্যমে আনতে $2K খরচ হবে। এখন আপনার কোন ওয়েবসাইট থাকলে এটার উপর ডিপেন্ড করে ওয়েবসাইটের মূল্য আনুমানিক কত টাকা হতে পারে তা জানতে পারেন। তবে সেক্ষেত্রে আরো বিভিন্ন বিষয় লক্ষ্য রেখে মূল্য নির্ধারণ করা হয়।
Top country
আপনার টার্গেট ওয়েবসাইটে কোন কোন দেশ থেকে ট্রাফিক আসে সেটা জানতে পারেন। এবং সেটা percent হারে পেয়ে যাবেন। অর্থাৎ এখান থেকে আপনি সহজেই জেনে যাবেন যে একটি ওয়েবসাইট কোন দেশ টার্গেট করে কাজ করে।
Top page
ওয়েবসাইটের কোন কোন পেজ গুলোতে প্রতিনিয়ত অর্গান ক্লিক আসে সেটাও জানতে পারেন। প্রিমিয়াম সাবসক্রিপশন নিলে এ টু জেড সকল চার্ট দেখতে পারবেন। যেতে এটা ফ্রি, তাই আপনাকে পাঁচ টির মত পেজ লিঙ্ক দিয়ে দিব।
Traffic : ওয়েবসাইটে প্রতি মাসে কত ভিজিটর আসে এবং তা সাইটের মোট কত শতাংশ সেটাও দিতে পারেন।
Top keyword
ওয়েবসাইটের ট্রাফিক গুলো কোন কিওয়ার্ড সার্চ করে ওয়েবসাইটে ভিজিট করে সেটা দেখতে পারেন। আপনার প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইট এর টপ কিওয়ার্ড সম্পর্কে জানা থাকলে আপনি সহজেই ওয়েবসাইট থেকে রেঙ্কে পিছনে ফেলে সামনে এগিয়ে আসতে পারেন।
Position : এর অর্থ হচ্ছে একটি গুগলের বর্তমানে কত নং পজিশনে রয়েছে।
Volume : এই মাসে কতবার এই কিওয়ার্ড লিখে সার্চ করা হয়েছে সেটা দেখতে পারবেন।
সব মিলিয়ে এই টুলটে আপনার জন্য খুবই প্রয়োজনীয় যদি আপনি কোন ওয়েবসাইট গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে রেঞ্জ করাতে চান।
বিঃদ্রঃ এই ইনফরমেশন গুলো শতভাগ সত্য নয়। এটা মোটামুটি একটা আন্দাজের উপর নির্ভর করে দিয়ে থাকে। টুল গুলো রোবোটিং সিস্টেমে সাইট গুলোকে এনালাইস করে এই তথ্যগুলো দেওয়া হয়।
আর যেহেতু এগুলো public information তাই শতভাগ সত্য ইনফর্মেশন দেওয়া হবে বোকামি। একটু ওয়েবসাইটের শতভাগ ইনফরমেশন পেতে হলে অবশ্যই সে ওয়েবসাইটের মালিক হওয়া জরুরী। সেজন্য আপনাকে সাহায্য করবে গুগল এনালাইস। কিভাবে গুগল অ্যানালাইজ ব্যবহার করবেন এই পোস্ট দেখে আসুন।
আপনার ওয়েবসাইটের সকল আপডেট দেখুন Google Analytics এ।
আমার বিশ্বাস অনেকেই এই টুলটি সম্পর্কে আগে থেকেই অবগত। কিন্তু টুলটি কোন অপশনের কি কাজ পুরোপুরি ভাবে অনেকেই জানতেন না। আশা করি এই পোষ্ট সাথে কিছুটা হলেও জানবেন। তার আগে থেকেই জানলে বলাই যায় আপনার একজন অভিজ্ঞ ব্যাক্তি।
যেকোনো প্রয়োজনে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন। টেলিগ্রাম চ্যানেল : Trickmi