WELLCOME BACK
তো চলে এলাম একটি নতুন পোস্ট নিয়ে!
এই পোস্ট আগেও করা আছে তবে সেটা javascript দিয়ে করা হয়েছেলো, আর অনেক ভাই আমাকে এটি বলে যে Wapka এর ফুটার ads হাইড করবো কিভাবে। বলার পরেও করতে পারে না। তো তাদের জন্য এই পোস্ট!
তবে এই পোস্ট একদম সহজেই শুধু অল্প একটি Css দিয়েই এটি হাইট করা দেখাবো!তো চলুন শুরু করা যাক।
Wapka ফুটার Ads
Wapka কটি ফ্রী হোস্টিং সার্ভিস তাই তারা ওয়েবসাইটে Ads দেখিয়ে থাকে। তবে যদি আপনি পেইড করেন তাহলে Ads দেখাবে না।
দেখুন যেহেতু Ads Wapka থেকেই দেখানো হয়, তাই এটি হাইড করাটা মনে হয় ঠিক হবে না। তবে আপনাদের রিকুয়েষ্টের জন্য এটি শেয়ার করছি। এর জন্য আমি এবং Trickbd দায়ী থাকবে না ❣️
কিভাবে Wapka এর ফুটার Ads হাইড করবেন?
তো Ads হাইড করার জন্য আমি আপনাদের দুটি কোড দিবো যেকোনো একটি ব্যবহার করতে পারেন! একটি Css দিয়ে এবং আরেকটি Javascript দিয়ে!
Css & Javascript কোডঃ
এখান থেকে যেকোনো একটি কোড কপি করে নিন!
কোডটি কোথায় ব্যবহার করবেন?
দেখুন, যে যে পেজে ফুটার হাইড করতে চান সে সে পেজে কোডটি যুক্ত করবেন বা আপনার ওয়েবসাইট এর ফুটার পেজে একবারে যুক্ত করবেন তাহলেই হয়ে যাবে কোড হাইড!😊
আশাকরি বুঝতে পেরেছেন এবং কাজে লাগবে!
দেখুন, স্কিনসোট দেওয়ার মতো এখানে কিছুই নেই। আপনি আপনার ওয়েবসাইট ডিজাইন এর উপর কোড ব্যবহার করবেন তাই এতে আমি কিভাবে স্কিনসোট দিয়ে দেখাবো। আর যদি ডিজাইন যুক্ত করতে পারেন তাহলে এই কোড যুক্ত করা আপনার জন্য কোনো বেপার না এটা জানি।
THE END