WELLCOME BACK
তো চলে এলাম আরো একটি নতুন পোস্ট নিয়ে। তো আজকে আরো একটি নতুন Portfolio ডিজাইন নিয়ে এসেছি আপনাদের মাঝে!
তো চলুন শুরু করা যাক!
থিম — যে থিমটির ব্যবহার হবে!
এই থিম বিশেষ করে ফ্রিল্যান্সারদের এবং জন্য তৈরি করা হয়েছে। এটি আসলে একটি পেইড WordPress থিম, যেটা নিতে অনেক টাকা দিতে হবে। তবে আমি এটি Wapka তে আপনাদের তৈরি করে দিবো, তো চলুন Wapka ওয়েবসাইট এর প্রিভিউ দেখুন।
শেষ বারের মতো Wapka তে তৈরি করে দিচ্ছি, কেনোনা এর পর থেকে সবকিছু Blogger এ তৈরি করে দিবো আপনাদের 😊।
তো এখন থিমটি Wapka তে তৈরি করার পালা!
কিভাবে এটি Wapka তে তৈরি করবেন?
আমি আপনাদের একদম সহজে এটি তৈরি করে দেখাবে, যাতে সবকিছু এডিট করে নিতে পারেন!
এখন অ্যাকাউন্ট থাকলে লগইন করুন, না থাকলে তৈরি করুন!
এখন Dashboard এ এসে, নতুন ওয়েবসাইট তৈরি করতে এখানে ক্লিক করুন!
এখন আপনার সাইট নাম দিন আর সার্চ করুন!
আপনার সার্চ করা ডোমেইন একটিভ যেগুলোতে থাকবে না সগুলো আসবে, যে-কোনো একটির সিলেক্ট করুন। আপনার যেটা পছন্দ!
এখন pricing আসবে, একদম নিচে এসে এখানে ক্লিক করুন
এখন এখানে!
আপনার সাইট তৈরি!
এখন এটির Control panel এ ক্লিক করুন!
এখন New codes এ ক্লিক করুন!
এখন Save করুন!
এখন আপনার কোড বসানো শেষ! আর ওয়েবসাইট তৈরি শেষ!
Wapka ফুটার Ads রিমুভ?
আমি এই কোডে Wapka এর ফুটার হাইট করার কোড যুক্ত করে দিয়েছি, যাতে Ads আর আসবে না 😊
THE END