আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশাকরি সবাই ভাল আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি,
আজকে আবারও নতুন দুইটা পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি, আসিফ।
আজকের পোস্ট Wifi থেকে MB বিক্রি করে মাসে ১০০$ ইনকাম করুন , আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়াইফাই থেকে এমবি বিক্রি করে আপনারা ইনকাম করতে পারেন, এছাড়াও যারা মোবাইলের এমবি বিক্রি করে ইনকাম করতে চাচ্ছেন তারাও এই পোস্টটি দেখতে পারেন।
প্রথমেই বলে রাখি এই পোস্টটা শুধুমাত্র তাদের জন্য যারা এই বিষয়ে জানেনা,এই কাজটা আপনারা মোবাইল বা কম্পিউটারের দুটোতেই করতে পারবেন,আমি শুধু কাজ করা দেখাবো না আমি পেমেন্ট প্রুপ সহ আপনাদের দেখিয়ে দিব,শুধু আপনাদের ধৈর্য ধরে পোস্টটি পড়তে হবে কারন আমার প্রতিটি কথাই খুবই মূল্যবান।
আমি কয়েকটা স্টেপে আপনাদের কাজগুলো বুঝিয়ে দিব।
স্টেপ-১ঃ
- আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন কারণ অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যায় না।
- কিভাবে আপনারা অ্যাপের রেজিস্ট্রেশন করবেন এবং এবং
- এই অ্যাপের রেফার বোনাস কিভাবে আপনারা একাউন্টে যোগ করবেন, কারন রেফার বোনাস 3$ যা বাংলা টাকায় ৩৬৫ টাকা।
স্টেপ-২ঃ
- কিভাবে আপনারা ওয়াইফাই এর এমবি বিক্রি করে টাকা ইনকাম করবেন অথবা
- মোবাইলের এমবি বিক্রি করে টাকা ইনকাম করবেন, এবং
- কিভাবে রেফার এর মাধ্যমে টাকা ইনকাম করবেন
স্টেপ-৩ঃ
কিভাবে আপনারা এই টাকা উইথড্র/উত্তোলন করবেন
কিভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন
প্রথমে ডাউনলোড অ্যাপ ১ এই লিঙ্গে ক্লিক করলে আপনারা অ্যাপটি ডাউনলোড অপশন খুঁজে পাবেন, একই সাথে সেখানে আপনারা রেফার নাম্বার খুঁজে পাবেন যা দ্বারা তিন ডলার বোনাস পাবেন, আগেই বলে রাখা ভালো যদি আপনারা রেপার সংযোগ না করেন তাহলে দুই ডলার বোনাস পাবেন, আর যদি রেফার দেন তাহলে তিন ডলার বোনাস পাবেন, এখন আপনার ইচ্ছা!
Donwload app 1
যারা রেফার ছাড়া অ্যাপটি ডাউনলোড করতে চান এবং তিন ডলারের পরিবর্তে দুই ডলার বোনাস পেতে চান তারা ডাউনলোড অ্যাপ ২ তে ক্লিক করুন এবং অ্যাপটি ডাউনলোড করুন।
Donwload app 2
এই অ্যাপটি যখন আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তারপর ইন্সটল বাটনে ক্লিক করুন এবং ওপেন করুন।
আমি প্রত্যেকটি জিনিস স্ক্রিনশট আকারে আপনাদের দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়
তারপর স্ক্রিনশটে দেখানো অনুযায়ী ক্লিক করুন
যারা আপনারা মোবাইলের এমবি বিক্রি করে টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা YES ক্লিক করবেন আর যারা ওয়াইফাই এর এমবি বিক্রি করে টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা NO সিলেক্ট করবেন, Done.
তারপর সাইন আপ বাটনে ক্লিক করুন
তারপর স্ক্রিনশর্টে দেখানো অনুযায়ী ক্লিক করুন

TRICKD4D2F
হ্যাঁ এখানেই বোনাসের অপশন রয়েছে স্ক্রিনশটে দেখানো অনুযায়ী ক্লিক করুন
আপনার জিমেইল নির্দিষ্ট পাসওয়ার্ড এবং রেফার কোড দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করুন
তারপর কনফার্ম মেইলে ক্লিক করুন এবং আপনার মেইল চেক করুন দেখবেন একটি মেইল গিয়েছে
সেটা ওপেন করুন এবং কনফার্ম বাটনে ক্লিক করুন তাহলে আপনার আইডি একটিভ হয়ে যাবে এবং দেখবেন যে ইনকাম শুরু হয়ে গেছে
এখানে লক্ষ্য করবেন যে মৌমাছি যদি উল্টে থাকে তাহলে মনে করবেন আপনার ইনকাম শুরু হয়েছে এবং তারা আপনার এমবি কেটে তার পরিবর্তে টাকা দিচ্ছে আপনার একাউন্ট চেক করলে বুঝতে পারবেন, আপনার একাউন্টে যখন ২০ হাজার কয়েন হবে অথবা ২০ ডলার হবে তখন আপনারা পেমেন্ট উইথড্র দিতে পারবেন,
Payment Proof
আপনাদের জন্য কিছু প্রশ্ন ও তার উত্তর
কাজ ছাড়া টাকা দিবে কে?
এই প্রশ্ন আপনার মনে আসতে পারে। কিন্তু আসলে এইরকম অনেকেই আছে যারা কাজ ছাড়া টাকা দেয়। উদাহারণ হিসেবে বলা যায় ক্লাউড মাইনিং। এখন যে পদ্ধতি দেখাব তা নিয়ে কিছুটা আলোচনা করি। HoneyGain এটি হচ্ছে এমন এক এপ্লিকেশন যা আপনার ফোনে ইন্সটল থাকা অবস্থায় আপনার ফোনের আনইউসড ব্যান্ডউইথ ব্যবহার করবে। এবং বিনিময়ে আপনাকে কিছু পরিমাণ টাকা আপনাকে তারা দিবে। এখন ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হল আপনার ইন্টারনেট যা আপনার ISP আপনাকে দিয়ে থাকে, আপনি রাউটারের মাধ্যমে ব্যবহার করেন। Wifi আনলিমিটেড ব্যান্ডউইথ আমাদের দিয়ে থাকে যা আমরা সবব্যবহার করি না। কিন্তু হানিগেইন আপনার ব্যবহার না করা ডাটা ব্যবহার করবে এবং বিনিময়ে আপনাকে টাকা দিবে।
আমার ফোনের তথ্য চুরি করবে?
আপনি একটি সফটওয়্যার ফোনে বা পিসিতে ইন্সটল করে রাখবেন আর সে আপনাকে টাকা দিবে। বিনিময়ে তার লাভ কি? আপনার অজান্তে আপনার ফোনের তথ্য সে পাচার করছে নাত? আপনার ফোনের ছবি ভিডিও সব কিছু সে বিক্রি করছে নাত? না এরকম কিছু না। বিস্তারিত আপনি অনলাইনে সার্চ করলেই বুঝতে পারবেন, কারণ বিগত অনেক বছর ধরেই এই আপনি সততার সাথে পেমেন্ট করে আছে, যার কারণে এই অ্যাপটি হয়ে উঠেছে বিশ্বস্ত এবং যদি এগুলো করত তাহলে মার্কেটে এত বছর এই অ্যাপ টিকে থাকতে পারত না.
সতর্কতা
সতর্ক করে দিচ্ছি এক একাউন্টে ৬ টি এবং এক নেটওয়ার্ক এ ৩ টির বেশি ডিভাইস কানেক্ট করবেন না এতে আইডি ব্যান হতে পারে।
এছাড়াও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারবেন.
সবাইকে ধন্যবাদ, আপনার একটি সুন্দর মন্তব্য পরবর্তী পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিলাম, হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি আসিফ। আল্লাহ হাফেজ.