একসময় আমরা উইন্ডোজ এর সফটওয়্যার গুলো Android ফোনে রান করার জন্যে Exagear Emulator ব্যবহার করতাম। যেটাতে ৩২বিট এর সফটওয়্যার গুলো খুব সহজেই রান করা যেতো।
এই Exagear নিয়ে আমার ট্রিকবিডিতে অনেক পোস্ট রয়েছে, আপনারা সেগুলো চেক করতে পারেন যদি জানার ইচ্ছা থাকে।আমি নিজেও পিজিক্যাল কিবোর্ড এর টাইপিং শিখেছিলাম Typingmaster Pro সফটওয়্যার দিয়ে এবং সেই সফটওয়ার টি চালিয়েছিলাম Android ফোনে।
তবে দুঃখের বিষয় হলো, Exagear এর Developer রা এই এপ্লিকেশনটির কাজ অনেক আগেই অফ করে দেয়, এবং এরপর নানা দেশের Developer রা Exagear কে বিভিন্ন ভাবে Modify করে। যার কারণে Internet এ Exagear এর নানান ভার্সন পাওয়া যায় Easy থেকে শুরু করে অনেক Advanced লেভেলের।
নিচে থেকে Exagear Emulator নিয়ে করা আমার পোস্ট গুলো পড়তে পারেন।
- Android ফোনে ইন্সটল করুন TypingMaster Pro PC Version [Exagear Tutorial]
- [For Exagear Users] Exagear কি? কিভাবে Exagear এর Wallpaper & Theme পরিবর্তন করবেন
- MS Office 2010 ইন্সটল করুন আপনার Android ফোনে
Winlator কি?
Winlator হলো এমন একটি Emulator যার মাধ্যমে Windows এর ৩২/৬৪বিট সফটওয়্যার গুলো রান করা যায়। যেটি Wine এবং Box86/Box64 এর কম্বিনেশনে তৈরি।
Winlator এর Extended ফিচার গুলো-
- ১. Winlator এ ৬৪বিট সফটওয়্যার গুলোও রান করা যায়, যেটা Exagear এর করা যেত না।
- ২. Winlator বিল্ট -ইন অনেক এপ্লিকেশন দেয়া আছে। যেমন: 7zip, Task Manager, Internet explorer ইত্যাদি।
- ৩. Winlator এর কনফিগারেশন অনেক সহজেই Container ক্রিয়েট করার সময় করা যায়।
- ৪. বিভিন্ন Graphics ব্যবহার করা যায়, পছন্দমত ব্যাকগ্রাউন্ড, ফন্ট এবং ডিরেক্টরি সেট করা যায়।
Download Winlator from Official site
Winlator vs Exagear
আমি Winlator অনেক টেস্ট করে দেখলাম। যা বুঝতে পারলাম Winlator কে গেমিং এর জন্যে ফোকাস করে Develop করা হয়েছে। সাধারণত যাদের ফোনের প্রসেসর এবং জিপিউ ভালো তারা পিসি Old গেইম গুলো Winlator এর মাধ্যমে খেলতে পারেন।
আমি Far Cry 2 রান করে দেখেছি MTK G70 প্রসেসর দিয়ে মোটামুটি রান হয়েছে।
তবে MS office 2007,2010,2013 কোনোটাই ইন্সটল করতে পারিনি।
পরিশেষে এটাই বলা যায়, যাদের উদ্দেশ্য গেমিং তারা Winlator ব্যবহার করতে পারেন।
আবার যারা চান টুকটাক পিসি সফটওয়্যার গুলো রান করবেন তাদের জন্যে Exagear Xapk(Techbravo Mod) ভার্সন টাই বেস্ট, কেননা এটাতে আমি Ms office 2007,2010, Typing master pro, Mkvtoolnix সহ আরো সফটওয়্যার রান করে দেখেছি।
সম্পূর্ণ ব্লগটি পড়ার জন্যে ধন্যবাদ
যে কোনো মতামত জানান কমেন্টের মাধ্যমে
এরকম বেসিক ব্লগ আরো পড়তে চাইলে কমেন্ট করে জানান।
If you have any question, ,
knock me