আরও এক বছর জামালদের কোচ ক্যাবরেরা

আরও এক বছর জামালদের কোচ ক্যাবরেরা

খেলা

ক্রীড়া প্রতিবেদক

2025-01-16

হ্যাভিয়ের ক্যাবরেরার মেয়াদ যে বাড়বে তা অনুমেয়ই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ওই ঘোষণা এখনো আসেনি। 

তবে লন্ডনে অবস্থান করা সভাপতি তাবিথ আউয়াল গতকাল সিনিয়র সহ সভাপতি ও চার সহ সভাপতির সঙ্গে অনলাইন মিটিয়ে কোচের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাতে ২০২৬ সালের মার্চ পর্যন্ত পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকবেন ক্যাবরেরা। 

পাশাপাশি নারী জাতীয় দলের কোচ পিটার বাটলারকে এক বছরের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়। সাবিনাদের সাফ জেতানো এই কোচের দায়িত্ব চালিয়ে যাওয়া নিয়েও শঙ্কা ছিল। 

স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২০২২ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হন। শুরুতে তাকে ১১ মাসের চুক্তি দেওয়া হয়েছিল। ২০২৩ সালের ১১ জানুয়ারি তার চুক্তি ১ বছরের জন্য নবায়ন করা হয়। পরে আরও এক বছর বাড়ে তার চুক্তি। এ নিয়ে তৃতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে চুক্তি নবায়ন হচ্ছে ক্যাবরেরার। 

© Samakal
Shares:
Leave a Reply