কালিয়ায় বিএনপির সম্প্রীতি সমাবেশ

কালিয়ায় বিএনপির সম্প্রীতি সমাবেশ

সারাদেশ

নড়াইল (কালিয়া) প্রতিনিধি

2025-01-10

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার ৩ নম্বর হামিদপুর ইউনিয়নের গাজীর হাট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নড়াইলে আগমন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে হামিদপুর ইউনিয়ন বিএনপি।

সমাবেশে সভাপতিত্ব করেন হামিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসরাইল হোসেন মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সর্দার আনোয়ার হোসনে, সাধারণ সম্পাদক শ. ম ওয়াহিদুজ্জামান মিলু প্রমুখ।

সমাবেশে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত হন। এছাড়াও পুরুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লাভলু মোল্লা, জিয়ার মেল্লা, সেলিম মোল্লার নেতৃত্বে শত শত কর্মী সমাবেশস্থলে হাজির হন।

© Samakal
Shares:
Leave a Reply