কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবির শিকদার গ্রেপ্তার

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবির শিকদার গ্রেপ্তার

সারাদেশ

কুমিল্লা প্রতিনিধি

2025-01-17

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। 

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর ২৩ বীরের একটি টহল দল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। 

দলীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার কবিরুল ইসলাম শিকদার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি সদর আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহা উদ্দিনের অনুসারী।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম সমকালকে বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

© Samakal
Shares:
Leave a Reply