মাইক্রোসফট সম্প্রতি ঘোষণা করেছে যে, দুই দশক ধরে ব্যবহার করা প্রিয় স্কাইপ সেবা আগামী ৫ মে ২০২৫ থেকে বন্ধ করে দেওয়া হবে।
এই সিদ্ধান্তটি তাদের নতুন কৌশলের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যার মাধ্যমে Microsoft Teams-কে প্রধান যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে গ্রহণ করা হবে।

টিমস-এ স্থানান্তর


মাইক্রোসফটের এক ব্লগে বলা হয়েছে, “উন্নত ও আধুনিক যোগাযোগ অভিজ্ঞতা নিশ্চিত করতে স্কাইপের পরিবর্তে Teams-কে পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে।”

আগামী তিন মাসের মধ্যে ধাপে ধাপে স্কাইপ ব্যবহারকারীদের Teams-এ স্থানান্তর করা হবে, যাতে পূর্বের সকল চ্যাট, কন্টাক্ট ও কলের ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেট হয়ে যায়।
ব্যবহারকারীরা তাঁদের বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে বিনামূল্যে Teams-এ লগইন করতে পারবেন।

ডাটা সংরক্ষণ ও বিকল্প

যাদের জন্য নতুন সেবা গ্রহণ করা অনিচ্ছুক, তাদের বিকল্প হিসেবে স্কাইপের বার্তা, কল ও কন্টাক্টের তথ্য ডাউনলোড করে সংরক্ষণ করার সুযোগ থাকবে।
মে মাস পর্যন্ত সাময়িকভাবে স্কাইপ ও Teams উভয়ই চালু থাকবে, যাতে ব্যবহারকারীরা পরিবর্তনের সাথে অভ্যস্ত হতে পারেন।

সাবস্ক্রিপশন ও ফিচার

নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে স্কাইপের ক্রেডিট ও কলিং সাবস্ক্রিপশন সুবিধা বন্ধ করে দেওয়ার ঘোষণা এসেছে,
তবে যারা ইতিমধ্যে এসব সেবা ব্যবহার করছেন, তাঁরা পরবর্তী রিনিউয়াল পর্যন্ত এগুলো উপভোগ করতে পারবেন।
৫ মে-এর পরও পেইড সদস্যরা স্কাইপের ওয়েব পোর্টাল বা Teams-এর মাধ্যমে ‘Skype Dial Pad’ ফিচার ব্যবহার করতে পারবেন।

মাইক্রোসফটের বিশ্বাস, Teams-এর বহুমুখী ও উন্নত ফিচারগুলো বর্তমান প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে ব্যবহারকারীদের জন্য আরও আধুনিক, নিরবচ্ছিন্ন ও কার্যকর যোগাযোগ অভিজ্ঞতা নিয়ে আসবে।

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।

Shares:
Leave a Reply