চট্টগ্রামে গ্যাস লাইনে ফাটলে লাখো মানুষের ভোগান্তি

চট্টগ্রামে গ্যাস লাইনে ফাটলে লাখো মানুষের ভোগান্তি

সারাদেশ

চট্টগ্রাম ব্যুরো

2025-01-11

চট্টগ্রামের হালিশহর বড়পুল এলাকায় কে এম টাওয়ারের পাশে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সময় ভেকুর আঘাতে গ্যাস সরবরাহের মূল সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরোপুরি সরবরাহ বন্ধ রেখেছে বিতরণ সংস্থা কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড। 

শনিবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। ক্ষতিগ্রস্ত সরবরাহ লাইনের মেরামত চলছিল। এতে হালিশহর এলাকার লাখো মানুষের দিনভর ভোগান্তি পোহান। হোটেল থেকে খাবার কিনে খেয়েছেন অনেকে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আজম খান বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করতে গিয়ে আমাদের গ্যাস সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইপ ফেটে গেছে। মেরামত চলছে। তবে খালের পানি, কাদামাটি ও গভীরতার কারণে কাজের ব্যাঘাত ঘটছে। আশা করছি, দ্রুত সারিয়ে তুলতে পারব।

© Samakal
Shares:
Leave a Reply