
চট্টগ্রামের পরের ম্যাচে খেলবেন খালেদ
খেলা
ক্রীড়া প্রতিবেদক 2025-01-17
বাংলাদেশের পেসার সৈয়দ খালেদ আহমেদের মা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাইগার এই পেসার এবারের বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলছেন। গতকাল রাতে বিপিএলে চিটাগং-খুলনা ম্যাচের পরই তিনি জানতে পারেন, মা আর নেই। খবর পেয়েই নিজ বাড়ি সিলেটে চলে যান খালেদ। তাই আজ রংপুর রাইডার্সের বিপক্ষে চিটাগংয়ের একাদশে ছিলেন না তিনি।
তবে একদিন বিরতি দিয়েই আগামীকাল চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন খালেদ। খেলবেন কিংসের পরের ম্যাচেই, রোববার ফরচুন বরিশালের বিপক্ষে। এমনটাই জানিয়েছে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি।
এদিকে বাংলাদেশের পেসারের মায়ের মৃত্যুতে রংপুর রাইডার্স ও চিটাগংয়ের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। যেখানে দুই দলের ক্রিকেটারের পাশপাপাশি, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এবং ম্যাচ অফিসিয়ালসরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে খালেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে লেখা হয়, ‘জাতীয় দলের পেস বোলার সৈয়দ খালেদ আহমেদের মা রাইমা বেগমের মৃ'ত্যুতে গভীরভাবে শোকাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাইমা বেগম। তিনি ৬২ বছর বয়সী ছিলেন।’
শোক প্রকাশ করে আরো লেখা হয়, ‘বিসিবি সৈয়দ খালেদ আহমেদ এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সমবেদনা জানায়।’
উল্লেখ্য, এবারের বিপিএলে চিটাগং কিংসের হয়ে অসাধারণ খেলছেন খালেদ আহমেদ। ৫ ম্যাচে ৭.৬৩ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। গত ম্যাচেও খুলনার বিপক্ষে ২ উইকেট নেন তিনি।