জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বাম জোট ও বাম মোর্চার

জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বাম জোট ও বাম মোর্চার

রাজনীতি

সমকাল প্রতিবেদক

2025-01-20

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শতাধিক পণ্যে বর্ধিত ভ্যাট প্রত্যাহার এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা।

সোমবার রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার যৌথ সভায় এই আহ্বান জানানো হয়। সভায় বাম গণতান্ত্রিক জোটের পক্ষে জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, মাসুদ রানা, মোশরেফা মিশু, আবদুল আলী, অধ্যাপক আবদুস সাত্তার, নজরুল ইসলাম, মিহির ঘোষ, নিখিল দাস ও রুবেল শিকদার উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার পক্ষে মোর্চার সমন্বয়ক নাসিরউদ্দিন আহমেদ নাসু, শুভ্রাংশু চক্রবর্ত্তী, মহিনউদ্দিন  চৌধুরী লিটন, শহিদুল ইসলাম, মাসুদ খান, মনজুর আলম মিঠু ও রফিকুল ইসলাম সভায় যোগ দেন।

বাম জোটের নতুন সমন্বয়ক জাহিদ এর আগে একই স্থানে বাম গণতান্ত্রিক জোটের পৃথক সভায় বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদকে জোটের সমন্বয়ক মনোনীত করা হয়। আগামী তিন মাস এই দায়িত্ব পালন করবেন তিনি। ছয়টি দলের সমন্বয়ে গঠিত এই জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের মেয়াদকাল তিন মাস।

© Samakal
Shares:
Leave a Reply