তামিমদের পরীক্ষা নেবেন লিটনরা

তামিমদের পরীক্ষা নেবেন লিটনরা

খেলা

ক্রীড়া প্রতিবেদক

2025-01-16

চট্টগ্রামের শীতল আবহাওয়াকেও উষ্ণ করে তুলছে বিপিএল। সাতটি ফ্র্যাঞ্চাইজি শহরে ঢোকার পর থেকেই বাণিজ্যিক নগরীর বাণিজ্য জমজমাট হয়ে উঠেছে। শহরের প্রায় সব ভালো হোটেলে রুম খালি নেই। ক্রিকেটারদের বহনকারী রঙিন বাসগুলো জানান দিচ্ছে, আবার এসেছে বিপিএল। 

ঢাকার পর সিলেট পর্ব শেষ করে চট্টগ্রামে বিপিএলের খেলা আজ থেকে শুরু হয়ে চলবে  ২৩ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। দিনের আরেক ম্যাচে চিটাগং কিংসের প্রতিপক্ষ অজেয় রংপুর রাইডার্স। 

আজকের ম্যাচের প্রস্তুতি নিতে সবার আগে চট্টগ্রামে এসেছে বরিশাল। তারা দু’দিন অনুশীলন করেছে ম্যাচ ভেন্যুতে। অধিনায়ক তামিম ইকবাল থেকে শুরু করে সবাইকে একাগ্র দেখা গেছে নেটে। বোঝাই যায়, জয়ে ফিরতে মরিয়া তারকায় ঠাসা দলটি। শেষ ম্যাচটি তারা হেরেছে রংপুরের কাছে।

অন্যদিকে, ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে জয় সঙ্গী করে। টানা ছয় ম্যাচ হারের পর সপ্তম ম্যাচে দেখা পেয়েছে কাঙ্ক্ষিত জয়ের। বিপিএলে একাধিক রেকর্ড গড়ে লিটন দাস ও তানজিদ তামিম দলকে রেকর্ড ১৪৯ রানে জেতান। সুতরাং দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে ছন্দ পাওয়া ঢাকা বরিশালকে ছেড়ে কথা বলবে না।

দিনের অন্য ম্যাচে ঘরের মাঠের দর্শকদের সামনে মাঠে নামবে চট্টগ্রাম কিংস। তারা মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। ৪ ম্যাচের তিনটিতে জয় পাওয়া চট্টগ্রাম ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স ধরে রাখতে চাইবে। সন্ধ্যা সাড়ে ছয়টার ম্যাচে প্রথম দুই ম্যাচে জয় পাওয়া খুলনার জন্য জয়ে ফেরার চ্যালেঞ্জ হবে। 

© Samakal
Shares:
Leave a Reply