তিন কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর

তিন কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর

সারাদেশ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

<time class="op-modified" dateTime="2025-01-11"2025-01-11
2025-01-11

ময়মনসিংহের যৌনপল্লী থেকে উদ্ধার করে তিন কিশোরীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম।

শহিদুল ইসলাম বলেন, যারা কিশোরীদেরকে যৌনপল্লীতে বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করেননি ভুক্তভোগীরা। তবে ওই কিশোরীদের পরিবারের সদস্যরা তাদেরকে ভালোভাবে খেয়াল রাখার আশ্বাস দেন।

উদ্ধারের ব্যাপারে পুলিশ জানায়, এক কিশোরী বৃহস্পতিবার কৌশলে তার মায়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। তাদেরকে যৌনপল্লীতে বিক্রির ঘটনা খুলে বলেন। পরে তার পরিবারের সদস্যরা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশের অভিযানে ওই কিশোরীসহ তিনজনকে উদ্ধার করে। 

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, কোনও মেয়ে পরিবারের সদস্য ছাড়া দূরে কোথাও গেলে সতর্ক থাকা প্রয়োজন। তা না হলে, এসব কিশোরীর মতো অন্য যে কারও জীবনে অন্ধকার নেমে আসতে পারে।

© Samakal
Shares:
Leave a Reply