বছরের প্রথম এল ক্ল্যাসিকো আজ

বছরের প্রথম এল ক্ল্যাসিকো আজ

খেলা

স্পোর্টস ডেস্ক

2025-01-12

গত অক্টোবরে সর্বশেষ এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। আজ সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ মাদ্রিদ জায়ান্টদের সামনে। রিয়াল বস কার্লো আনচেলত্তির বিশ্বাস, গত লড়াইয়ের মতো ভুল না করলে সহজেই প্রতিশোধ নিতে পারবেন তাঁর শিষ্যরা।

তবে রিয়ালের কম্বিনেশনটা এখনও ঠিক হচ্ছে না। কিলিয়ান এমবাপ্পে জ্বলে উঠতে না পারায় এ সমস্যা হচ্ছে। এর পরও আনচেলত্তির বিশ্বাস, এমবাপ্পের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র, বেলিংহাম ও রদ্রিগোর আক্রমণ ঠিকই ম্যাচের ফলাফল বের করে আনবে। 

রিয়াল বস বলেন, ‘ইদানীং দেখা যাচ্ছে, দলীয় ভারসাম্যের চেয়ে ব্যক্তিগত নৈপুণ্যই নির্ধারক হয়ে দাঁড়াচ্ছে।’ 

বার্সা কিন্তু বেশ ভারসাম্যপূর্ণ। লামিনে ইয়ামাল ও গাভি চোট থেকে ফেরার পর তারা আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এর মধ্যে আজ তারা প্লেমেকার দানি ওলমোকে পাচ্ছে। বার্সা বস হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, ওলমো শুরুর একাদশে খেলবেন না, বদলি হিসেবে নামবেন।

© Samakal
Shares:
Leave a Reply