
বিসিবি সভাপতির আশ্বাসে মাঠে নামছেন রাজশাহীর ক্রিকেটাররা
খেলা
ক্রীড়া প্রতিবেদক <time class="op-modified" dateTime="2025-01-15"2025-01-15
2025-01-15
বিসিবি সভাপতি ফারুক আহমেদের আশ্বাসে ম্যাচ খেলতে রাজি হয়েছেন রাজশাহীর ক্রিকেটাররা। বিপিএলের ঢাকায় প্রথম পর্ব ও সিলেট পর্ব শেষ হয়েছে। বৃহস্পতিবার শুরু হবে চট্টগ্রাম পর্ব। অথচ এখনও পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীতে খেলা দেশি ও বিদেশি ক্রিকেটাররা। যে কারণে বুধবার সকাল ১০টায় চট্টগ্রামে অনুশীলন বয়কট করেন দলটির ক্রিকেটাররা।
সন্ধ্যায় ক্রিকেটারদের আশ্বস্ত করতে চট্টগ্রামে যান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। হোটেল র্যাডিসনে ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতির মিটিংও হয়। জানা গেছে, ফারুক আশ্বস্ত করায় ক্রিকেটাররা ম্যাচ খেলতে রাজি হয়েছেন।
নির্ধারিত সময়ে প্রথম কিস্তির টাকা না দেওয়া ক্রিকেটারদের মধ্যে অস্বস্তি আগে থেকে ছিল। তার ওপর দেরিতে পাওয়া ২৫ শতাংশ সম্মানীর চেক বাউন্স হয়েছে। কষ্টের টাকা না পেলে ক্রিকেটারদের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। মানসিক অস্থিরতার মধ্যে অনুশীলনে মনোযোগ রাখা কঠিন। তাই গত দু’দিন চট্টগ্রামে অনুশীলনও করেননি রাজশাহীর ক্রিকেটাররা। দলের ভেতরে টুকটাক অপ্রীতিকর ঘটনা ঘটার কথাও শোনা গেছে। জানা গেছে, পুরোপুরি গুমট একটা পরিবেশ দলের ভেতরে। অবশেষে বিসিবি সভাপতি আশ্বাসে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে রাজশাহীর।