ভারতে শুরু হলো মহাকুম্ভ মেলা

ভারতে শুরু হলো মহাকুম্ভ মেলা

বিশ্ব

অনলাইন ডেস্ক

2025-01-14

ভারতের উত্তর প্রদেশের শহর প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনসমাগম মহাকুম্ভ মেলা। সোমবার শুরু হওয়া এই মেলায় যোগ দিতে এরই মধ্যে শহরটিতে পৌঁছেছে ৫০ লাখের বেশি মানুষ। ১২ বছর পরপর এ মেলা অনুষ্ঠিত হয়।

গতকাল শুরু হওয়া মেলা চলবে ছয় সপ্তাহ। হিন্দুরা বিশ্বাস করেন, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সংযোগস্থলে গোসল করলে পাপ মোচন হয়। প্রায় ৪০ কোটি তীর্থযাত্রী মেলায় অংশ নেবেন।

এই মহামেলার জন্য প্রায় ৭ হাজার কোটি রুপি বাজেট বরাদ্দ করা হয়েছে। মহাকুম্ভ মেলা থেকে উত্তর প্রদেশের অর্থনীতিতে ২ লাখ কোটি রুপি যোগ হবে। এই মেলার আকার এত বিশাল যে, এটি মহাকাশ থেকেও দেখা যায়।

© Samakal
Shares:
Leave a Reply