মরুর বুকে এল ক্ল্যাসিকো

মরুর বুকে এল ক্ল্যাসিকো

খেলা

স্পোর্টস ডেস্ক

2025-01-11

বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে মঞ্চটা আগেই তৈরি করে রেখেছিল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে অপর সেমিতে রিয়াল মাদ্রিদও নিজেদের কাজটা ঠিকঠাক মতো করেছে। জুড বেলিংহাম ও রদ্রিগোর নৈপুণ্যে ৩-০ ব্যবধানে রিয়াল মায়োর্কাকে হারিয়ে দিয়েছে তারা। ফলে রোববার সৌদি আরবের জেদ্দায় সুপার কাপের ফাইনালে এল ক্ল্যাসিকোর স্বাদ পেতে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

গত অক্টোবরে লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে বার্সার কাছে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ তাদের সামনে। একই সঙ্গে ১৪ বার সুপার কাপ জিতে সবার ওপরে থাকা বার্সাকে ছুঁয়ে ফেলার সুযোগও রিয়ালের সামনে। এই সুপার কাপ ১৩ বার জিতেছে রিয়াল। বৃহস্পতিবার রাতে রিয়াদের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির গ্যালারি পুরোপুরি রিয়ালের হয়ে গলা ফাটিয়ে ছিল। তবে গ্যালারি থেকে অকুণ্ঠ সমর্থন পেলেও মাদ্রিদ জায়ান্টরা গোলের দেখা পাচ্ছিল না। 

পুরো মাঠ দাপটের সঙ্গে খেলেও মায়োর্কার গোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলছিল এমবাপ্পে-রদ্রিগোরা। ৬৩ মিনিটে গিয়ে গোলের তালা খোলেন বেলিংহাম। দারুণ এক আক্রমণ থেকে চমৎকার শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ তারকা। যোগ করা সময়ে অনেকটা আচমকাই আরও ২ গোল পেয়ে যায় রিয়াল। ৯২ মিনিটে মার্টিনের আত্মঘাতী গোলের পর ৯৫ মিনিটে গোল করেন রদ্রিগো।

রিয়ালের হয়ে সর্বশেষ ১০ ম্যাচে ৮ গোল করেছেন বেলিংহাম। তাই জয়ের পর বেলিংহামের ভূয়সী প্রশংসা করেন রদ্রিগো, ‘মৌসুমের শুরুতে গোল করায় সে কিছুটা সমস্যায় পড়েছিল। তার পরও সে সব সময় মাথা উঁচু রেখেছে, আত্মবিশ্বাসী থেকেছে। প্রতিদিন অনুশীলনে কঠোর পরিশ্রম করে গেছে। যার ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি।’ 

বার্সার বিপক্ষে ফাইনাল নিয়ে রিয়াল বস কার্লো আনচেলত্তি কোনো কিছু অনুমান করতে রাজি নন, ‘ক্ল্যাসিকো নিয়ে ইদানীং অনুমান করা কঠিন হয়ে যাচ্ছে। গত বছর সুপার কাপের ফাইনালে আমরা তাদের ৪-১ গোলে হারিয়েছি। তারা আবার বার্নাব্যুতে লা লিগায় আমাদের ৪-০ গোলে হারিয়ে দিয়েছে। তাই পরের ম্যাচটি কেমন হবে, সেটা কল্পনা করা কঠিন। ফলাফল অনুমান করতে না পারলেও ম্যাচটা যে বেশ উপভোগ্য হবে, তা আমি নিশ্চিত। কারণ মাঠে অনেক মানসম্পন্ন খেলোয়াড় উপস্থিত থাকবে। আর অবশ্যই আমরা বার্সার চেয়ে সেরা হয়ে ম্যাচ শেষ করতে চাই।’

© Samakal
Shares:
Leave a Reply