মেসেঞ্জার পিন কোড ভুলে গেলে করণীয় | Messenger Pin Reset To Restore Chat History
আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা মেসেঞ্জার পিন ভুলে গেলে পুনরায় নতুন পিন সেট করবেন।
Messenger End To End Encryption নতুন অফশন আসার পর থেকে চ্যাটগুলোকে নিরাপদ রাখতে এ পিন সেবাটি চালু হয়েছিলো।
এতে করে পিন সেট করার পর যখন আইডিটা নতুন করে কোথাও লগইন বা নতুন কোনো ফোনে আইডিটা লগইন করা হয় এতে আপনার সেট করে রাখা পিন না দেওয়া পর্যন্ত আগের চ্যাট হিস্টোরি আসেনা।
কিন্তু অনেকে আপনারা এ পিন ভুলে গেছেন এক্ষেত্রে আগের চ্যাট কিভাবে পাবেন বা নতুন পিন কিভাবে সেট করবেন চলুন শুরু করা যাক।
মেসেঞ্জারে প্রবেশ করলে এরকম পিন দিতে বললে ওপরে Skip এ ক্লিক করুন।
Continue করুন।
দেখুন আগের চ্যাট নেই এবং ওপরে Missing Chat Restore করার জন্য বলা হচ্ছে যেহেতু পিন জানেন না তাই Restore করতে পারবেন না।
এবার Menu অফশনে ক্লিক করুন।
Settings এ যান
একটু নিচে আসুন
Privacy And Safety ক্লিক করুন।
End To End Encrypted Chats ক্লিক করুন।
Message Storage যান।
এবার এখাবে মনে রাখবেন নতুন পিন সেট করতে হলে আমাদের পিন সেট করার পর থেকে যেসমস্ত চ্যাট সিকিউর হয়েছিলো সেগুলো কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে আর এটা ছাড়া অন্য কোনো উপায়ও নেই নতুন পিন সেট করার। তবে আরেকটি কথা পিন সেট করার আগে আপনার যেসমস্ত চ্যাট হিস্টোরি ছিলো সেগুলো কিন্তু ডিলেট হবেনা। যাইহোক এবার ক্লিক করুন।
Continue ক্লিক
সেক্ষেত্রে ডিলেট হয়ে যাবে।
এবার ওপরের Create A 6 Digit Pin এটা সিলেক্ট করে Continue করুন।
মনমতো ৬ সংখ্যার নতুন পিন দিন।
পুনরায় নতুন পিনটা আবারো দিন। অবশ্যই পিনটা মনে রাখবেন।
তাহলে আবারো নতুনভাবে সিকিউর স্টোরেজ চালু হয়ে যাবে।
এরপর থেকে আইডি যেখানেই লগইন করুন আপনার দেওয়া পিনটা দিয়ে দিবেন তাহলে যে চ্যাটগুলো সিকিউর হয়েছিলো তা পুনরায় ব্যাক পাবেন।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।
★প্রয়োজনে যোগাযোগ ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ: BD TRICK SH
★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:
গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন
জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}