যুবদল নেতার হাত ভেঙে দিলেন যুবলীগ নেতাকর্মীরা

যুবদল নেতার হাত ভেঙে দিলেন যুবলীগ নেতাকর্মীরা

সারাদেশ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

2025-01-10

নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়ন যুবদলের সহসভাপতি শামীম হোসেনসহ (৩৯) এক কৃষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে। শুক্রবার উপজেলার ইটালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম আবু বক্কর সিদ্দিক (৪২)।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ইটালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহাগ মোল্লার সঙ্গে ৫৪ শতাংশ জমি নিয়ে কৃষক আবু বক্কর সিদ্দিকের বিরোধ রয়েছে। শুক্রবার কৃষক আবু বক্কর লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধান লাগাতে যান। এ সময় সোহাগ মোল্লার নেতৃত্বে ৮ থেকে ১০ জন হামলা চালায়। 
এতে দু’পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন– ইটালী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া হোসেন, আখতার হোসেন ও সোহাগ মোল্লা। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জমিটির মালিকানা দাবি করে কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, তারা ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষ হামলা চালিয়ে মারধর করে হাত ভেঙে দিয়েছে। ইটালী ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহাগ মোল্লার ভাষ্য, ‘জমিটিতে আমরাই চাষাবাদ করি। সেখানে জোর করে ধান রোপণ করতে যায় প্রতিপক্ষ। বাধা দিতে গেলে তারা আমাকে মারধর করে।’

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

© Samakal
Shares:
Leave a Reply