যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড ইচ্ছামতো পরিবর্তন করুন Ai দিয়ে
আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনার ইচ্ছা মতোন পরিবর্তন করবেন Ai দিয়ে। যেকেউ আপনার ছবিটা দেখে বুঝতেই পারবেনা এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে।
শুধুমাত্র আপনাকে লিখতে হবে আপনার ছবিটা কেমন জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন বাকি কাজ এআই সাথে সাথে সম্পূর্ণ করবে।
তো এ কাজটি করার জন্য প্রথমে Hypic অ্যাপটি প্লে-স্টোর থেকে ইনস্টল করুন।
ইনস্টল শেষে ওপেন করুন।
প্রথমবার অ্যাপের সব পারমিশন দিবেন তারপর All Photos এ ক্লিক করুন।
আপনার ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করুন।
নিচে Adjust এ ক্লিক করুন।
Crop অফশনে ক্লিক করুন।
এবার ছবিটা Crop করে Ai Expand এ ক্লিক করুন।
তারপর Aspect Ratio তে ক্লিক করুন।
এবার Change Aspect Ratio ক্লিক।
এরপর 16:9 বা আপনার পছন্দমতো রেশিও সিলেক্ট করে Describe The অফশনে ক্লিক করুন।
ছবিটা যেমন জায়গায় এডিট করতে চান তেমন লিখবেন আমি সূর্যমুখী ফুলবাগান লিখলাম লিখে Generate ক্লিক করুন।
Expanding 100℅ পর্যন্ত অপেক্ষা করুন।
৩ টা ছবি আসবে পছন্দ যেটা হয় সেটাই ক্লিক করুন এবং ওপরে দেখুন কতটা সুন্দর লাগছে এবার ছবিটা।
নিচে Apply করুন।
টিক এ ক্লিক।
Export করুন।
তাহলে ছবিটা আপনার ফোনে সেভ হয়ে যাবে।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।
★প্রয়োজনে যোগাযোগ ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ: BD TRICK SH
★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:
গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন
জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}