
রুয়েটের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সারাদেশ
রাবি প্রতিনিধি 2025-01-18
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. সালাম পঞ্চগড়ের বোদা উপজেলার দড়িপাড়া গ্রামের আয়নুল হকের ছেলে। রুয়েটের নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন তিনি।
রুয়েটের সিভিল অনুষদের ১০তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন। শনিবার সকালে রডের কাজ করছিলেন সালাম। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ করছিলেন তিনি। কাজের একপর্যায়ে ৮টার দিকে পাঁচ তলার ছাদ থেকে পড়ে যান। পরে কর্মরত শ্রমিকরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরী বলেন, ‘মৃত্যুর সংবাদটি জানতে পেরেছি। নিরাপত্তার বিষয়ে তাদের বারবার সচেতন করেছি। তবে সাইটে পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি ছিল। এ দুর্ঘটনার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে শোকজ করা হবে। তাছাড়া একটা তদন্ত কমিটি গঠন করা হবে ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাস্থলে গিয়ে কাউকে দেখা যায়নি। ওই ভবনে কর্মরত সব শ্রমিক সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও প্রকল্পের দায়িত্বরত প্রকৌশলী মমিনুল ইসলামসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কারও বক্তব্য পাওয়া যায়নি।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস জানান, মাথা থেঁতলানো ও দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নসহ হাসপাতালে আনা হয়েছিল নিহত শ্রমিককে। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।