
লস অ্যাঞ্জেলেস পুনর্গঠনের আশ্বাস মেয়র কারেন ব্যাসের
বিশ্ব
অনলাইন ডেস্ক 2025-01-12
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানলে সৃষ্ট সংকট মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, "আমরা একটি অসাধারণ শহর পুনর্গঠন করব।"
এক ভিডিওবার্তায় মেয়র ব্যাস বলেন, "আমাদের শহর এখনও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যারা ক্ষয়ক্ষতি, দুঃখ, রাগ এবং শোকের মধ্যে আছেন, তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। আমি ধ্বংসযজ্ঞটি নিজ চোখে দেখেছি—এটি অবিশ্বাস্য। কিন্তু আমরা অবশ্যই এই সংকট কাটিয়ে উঠব।"
তিনি আরও জানান, "আমি আজ সিলমার কমান্ড পোস্টে গিয়েছিলাম এবং আমাদের উদ্ধারকর্মীদের কাজ দেখেছি। তারা ইতোমধ্যেই কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে আমাদের সামনে এখনও অনেক কাজ বাকি, বিশেষ করে যখন বাতাস আবার প্রবল হবে। কিন্তু আমাদের একসঙ্গে থাকতে হবে, শক্ত থাকতে হবে, এবং তারপর আমরা আমাদের শহর পুনর্গঠন করব।"
মেয়র ব্যাস আরও বলেন, "আমরা দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বিশ্বের অন্যতম সেরা শহর। আমরা ঐক্যবদ্ধ থাকব এবং একটি অসাধারণ শহর গড়ে তুলব।"
এর আগে দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, শুক্রবার লস অ্যাঞ্জেলেসের সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কারণ হিসেবে ব্যাপক ধোঁয়ার কথা উল্লেখ করা হয়েছে। যেসব এলাকায় দাবানল ছড়িয়ে পড়েনি, সেখানেও ছড়িয়েছে ধোঁয়া। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হয়েছে। দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক লুটতরাজ চালাচ্ছে একদল দুর্বৃত্ত। এর জেরে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি সামাল দিয়ে লস অ্যাঞ্জেলেস কাউন্টির পুলিশপ্রধান রবার্ট লুনা নৈশকালীন কারফিউ জারির পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে এরই মধ্যে সান্তা মনিকা শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করা হয়েছে।
অগ্নিনির্বাপণ কর্মীদের বরাত দিয়ে সিএনএন জানায়, গতকাল পর্যন্ত দ্য প্যালিসেডস সবচেয়ে বেশি ২০ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ে। তারা এ আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রাখলেও তা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নিসুরক্ষা বিভাগের প্রধান ব্রেন্ট পেসকুয়া বলেন, তারা গতকাল সকাল পর্যন্ত দ্য প্যালিসেডসের ৬ শতাংশ আগুন নেভাতে সক্ষম হয়েছেন।