
লিটনকে দুয়ো, ঢাল হয়ে পেশাদারিত্বের পরিচয় দিল ঢাকা
খেলা
স্পোর্টস ডেস্ক 2025-01-18
চলতি বিপিএলে দল হিসেবে ভালো করছে না ঢাকা ক্যাপিটালস। ৮ ম্যাচে মাত্র ১ জয় দলটির। ব্যাট হাতে ভালো করছেন না লিটন দাসও। দুটি ম্যাচেই কেবল ভালো খেলেছেন তিনি। যার একটিতে ১২৫ রানের ইনিংস খেলেছেন।
সিলেট পর্বে ওই ইনিংসের পর চট্টগ্রাম পর্বে ব্যাট হাতে আবারো ব্যর্থ হন লিটন। এরপরই গ্যালারি থেকে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া হয় লিটনকে উদ্দেশ্য করে। ডানহাতি টপ অর্ডার ব্যাটার কেবল ওই দর্শকদের দিকে নির্বাক তাকিয়ে ছিলেন।
ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিটন দাসের পাশে দাঁড়িয়ে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। দল না জিতলেও ফ্র্যাঞ্চাইজিটি সবচেয়ে বেশি পারিশ্রমিক পরিশোধ করেছে। লিটন অফ ফর্মে থাকায় অসন্তুষ্ট হতে পারত দলটি। কিন্তু তারা সেটা না করে লিটনের পাশে দাঁড়িয়েছে।
ঢাকা ক্যাপিটালস তাদের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড-গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা।’
আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা, এবং দেশের হয়ে টেস্ট র্যাংকিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’