শিশুকে যৌন নিপীড়নের দায়ে দু’জনের ১০ বছর করে কারাদণ্ড

শিশুকে যৌন নিপীড়নের দায়ে দু’জনের ১০ বছর করে কারাদণ্ড

সারাদেশ

নাটোর প্রতিনিধি

2025-01-19

নাটোরে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার দায়ে কাজেম আলী ও আতিকুর রহমান নামের দু’জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা শিশুটির বাবাকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ড পাওয়া দুই আসামি মাঝদিঘা শিবপুর গ্রামের বাসিন্দা। তারা দু’জনই শিশুটির প্রতিবেশী। আদালতের বিশেষ পিপি আবদুল কাদের মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আবদুল কাদের মিয়া জানান, ২০০৫ সালের ১৮ মার্চ মাঝদিঘা শিবপুর গ্রামের ১১ বছর বয়সী এক শিশু বাড়ির পাশে ভেড়া চড়াতে যায়। এ সময় প্রতিবেশী আতিকুর ও কাজেম তার ওপর যৌন নিপীড়ন চালায়। বিষয়টি প্রতিবেশী এক নারী দেখে ফেলেন।

ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে লজ্জায় কীটনাশক পানে আত্মহত্যা করে। এ ঘটনায় স্থানীয় লোকজন কাজেম আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সে ও আতিকুর জড়িত থাকার কথা পুলিশকে জানায়। পরে শিশুটির বাবা সদর থানায় মামলা করেন। 

মামলার তদন্ত শেষে দু’জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার প্রায় ২০ বছর পর আসামিদের উপস্থিতিতে বিচারক রোববার রায় ঘোষণা করলেন।

© Samakal
Shares:
Leave a Reply