শিশুপুত্রকে ঘুমে রেখে গলায় ফাঁস নিলেন গৃহবধূ

শিশুপুত্রকে ঘুমে রেখে গলায় ফাঁস নিলেন গৃহবধূ

সারাদেশ

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

2025-01-14

ভোলার চরফ্যাসনে নুসরাত জাহান হাফসা (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে চরফ্যাসন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। স্বামীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস নিয়েছেন বলে জানা গেছে। এ সময় বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিল হাফসার তিন বছর বয়সী ছেলে তৌসিফ।

জানা গেছে, চার বছর আগে তাঁর বিয়ে হয় টেইলার্স ব্যবসায়ী ছালাউদ্দিনের ছেলে নজরুল ইসলাম মামুনের সঙ্গে। নজরুল পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার হিসেবে ঢাকায় কর্মরত। 

স্বজনের বরাতে পুলিশ জানায়, রোববার রাতে মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। পরে হাফসা ছেলেকে নিয়ে শয়নকক্ষের দরজা বন্ধ করে দেন। শ্বশুর ছালাউদ্দিন বাজার থেকে বাড়ি ফেরে পুত্রবধূকে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় শয়নকক্ষের দরজা ভেঙে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছেন হাফসা।

ছালাউদ্দিন বলেন, কী কারণে তাঁর পুত্রবধূ এমন করেছেন বুঝতে পারছেন না। তবে স্ত্রীর সঙ্গে ফোনে তর্কাতর্কির তথ্য অস্বীকার করেন তাঁর স্বামী নজরুল ইসলাম মামুন। তিনি দাবি করেন, স্ত্রীর সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না। ঢাকায় কর্মস্থলে থাকায় প্রায় রাতেই স্ত্রীর সঙ্গে ফোনে কথা হতো। রোববার রাতেও কথা হয়। কিন্তু কোনো তর্কাতর্কি হয়নি। ‘কী কারণে হাসফা আমার শিশুপুত্রকে এতিম করে গলায় ফাঁস নিল, সেটা আমার জানা নাই।’ হতাশার সুরে বলেন নজরুল। 

চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, সংবাদ পেয়ে স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে হাফসার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। 

© Samakal
Shares:
Leave a Reply