সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ

সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ

সুহৃদ সমাবেশ

সমকাল ডেস্ক

2025-01-13

সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মনিরুজ্জামান জরুরি প্রয়োজনে উপস্থিত না থাকতে পারলেও সুহৃদদের দিকনির্দেশনা দিয়ে থাকেন। কমিটিতে আহবায়ক হিসেবে নাহিদ মাতুব্বর, যুগ্ম আহবায়ক নুসরাত খান ফারিহা ও সদস্য সচিব নিশাত তাসনিম সিন্থিয়াকে দায়িত্ব দেওয়া হয়। অন্য সদস্যরা হলেন– যুগ্ম আহ্বায়ক সাবিহা সাবরিন স্মৃতি, জান্নাতুল ফেরদৌস, মো. লাবীব হাসান, আজমাইন মাহতাব রাগিব, মো. আহনাফ জামান সাইদ, ইসরাক আলিফ তাহা, সাজিদ হাসান অর্ণব, কাজি আন্নিসা বিনতে রুশমিতা, আল ফাহাদ রুদ্র, রাইয়ান হোসেন স্বচ্ছ, অর্ণব তালুকদার, বদিউজ্জামান আসাদ। কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন– যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিম জাহান নওশীন, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার, অর্থ সম্পাদক তুলি ইয়াসমিন প্রমুখ। 
আহ্বায়ক সুহৃদ সমাবেশ, টঙ্গী

© Samakal
Shares:
Leave a Reply