সমন্বয়ক রাফি-রিজাউরকে ‘গ্যাং গ্রুপে’র সঙ্গ ছাড়ার আহ্বান

সমন্বয়ক রাফি-রিজাউরকে ‘গ্যাং গ্রুপে’র সঙ্গ ছাড়ার আহ্বান

সারাদেশ

চট্টগ্রাম ব্যুরো

<time class="op-modified" dateTime="2025-01-12"2025-01-12
2025-01-12

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ও নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদকে জিম্মি করে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। তারা চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমানকে ‘ডট গ্যাং’ নামক কিশোর গ্যাং গ্রুপের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানান। আজ রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, রাফি ও রিজাউরের প্রশ্রয়ে কিশোর গ্যাং গ্রুপ ‘ডট গ্যাং’ শনিবার ওই হামলা চালায়। মানববন্ধনে সমন্বয়করা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ বিশেষ সুবিধা নিতে কিশোর গ্যাংয়ের চিহ্নিত সন্ত্রাসীদের পুনর্বাসন করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কিশোর গ্যাংয়ের কেউ চাঁদাবাজি, নারী উত্ত্যক্তসহ নানা অপকর্ম করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

জানা যায়, ছাত্র আন্দোলনে সারাদেশে নিহত, আহতসহ আন্দোলনের সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরে আন্তর্জাতিক মানের ডকুমেন্টারি তৈরির কাজ করছে চট্টগ্রামের একটি প্রডাকশন হাউস। শনিবার ওই প্রতিষ্ঠানে মুখ্য সংগঠক হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেলকে অবরুদ্ধ করে রাখে ডট গ্যাংয়ের সদস্যরা। এ সময় ওই প্রতিষ্ঠানের বেশকিছু যন্ত্রপাতি ও আসবাব ভাঙচুর করা হয়। 

শিক্ষার্থীদের অভিযোগ, ডট গ্যাংয়ের মাধ্যমে বৈষম্যবিরোধী নারীদের সাইবার বুলিংয়ের শিকারে ফেলা হচ্ছে। এ জন্য তারা রাফি ও রিজাউরকে অভিযুক্ত করেন এবং গ্যাং সদস্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

শিক্ষার্থীরা বলেন, ডট গ্যাংয়ের সাদিক আরমানকে ব্যবহার করে রাফি ও রিজাউর চট্টগ্রামজুড়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকী, সাইফুর রুদ্র, সিয়াম ইলাহী, মিনহাজ রহমান, নিলা আফরোজ প্রমুখ বক্তব্য দেন।

© Samakal
Shares:
Leave a Reply