সাইফকে ছুরিকাঘাতের ঘটনা নিয়ে যা বলল পুলিশ

সাইফকে ছুরিকাঘাতের ঘটনা নিয়ে যা বলল পুলিশ

বিনোদন

বিনোদন ডেস্ক

2025-01-16

নিজ বাসায় দুর্বৃত্বের ছুরিকাঘাতে বলিউড তারকা সাইফ আলী খান আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার শেষে সাইফ আলী খানের টিম জানায়, তিনি এখন বিপদমুক্ত। মধ্যরাতে ঠিক কী ঘটেছিল, কীভাবে আহত হন অভিনেতা।

তদন্তকারী পুলিশের সিনিয়র এক অফিসারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, সাইফ আলি খানের বাড়ির পরিচারিকা এলিমা ফিলিপস ওরফে লিমা সেই মুহূর্তে বাড়িতে ছিলেন। তিনিই প্রথম অভিযুক্ত তথা হামলাকারীকে দেখতে পান। যখন সে ওই ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছিল। তিনি তাকে থামানোর চেষ্টা করেন এবং স্বাভাবিকভাবেই তার সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় সেই ব্যক্তির। আর ঘটনাচক্রে তিনি হাতে আঘাত পান। তার চিৎকার শুনেই নাকি তখন সেখানে দৌড়ে আসেন সাইফ আলি খান।

এরপরই সইফ আলি খানের সঙ্গে সেই ব্যক্তির হাতাহাতি শুরু হয়। সেই ব্যক্তির হাতে ধারাল কিছু অস্ত্র ছিল। সেটা দিয়েই তিনি অভিনেতার উপর আক্রমণ চালান বলেই জানানো হয়েছে পুলিশের তরফে।

তবে সেই ব্যক্তিকে ধরা যায়নি সেই সময়। পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তাকে। একজন ব্যক্তিকেই দেখা গেছে। কিন্তু এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে বলেই জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযুক্ত সিঁড়ি ব্যবহার করে উপরে ওঠেন। ইতিমধ্যেই বান্দ্রা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। হামলাকারীকে খোঁজার জন্য পুলিশের ৬টা টিম কাজ করছে। সূত্র: হিন্দুস্থান টাইমস।

© Samakal
Shares:
Leave a Reply