সামরিক, অসামরিক ও বেসামরিক বাহিনী কী?

✅ সামরিক বাহিনী 

সামরিক বাহিনী রাষ্ট্রের প্রতিরক্ষা ও যুদ্ধের জন্য গঠিত।

সামরিক বাহিনী বলতে – বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী কে বোঝানো হয়। 

এদের মূল কাজ হলো- দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখা এবং জরুরি প্রয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। এবং সামরিক বাহিনীর প্রধান স্বয়ং বাংলাদেশের রাষ্ট্রপতি। 

✅ অসামরিক বাহিনী 

আইন-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা অসামরিক বাহিনীর প্রধান কাজ । অসামরিক বাহিনী বলতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস কে বোঝানো হয় । অসামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। 

✅ বেসামরিক বাহিনী 

বেসামরিক বাহিনী মুলত সরকার পরিচালনার জন্য কাজ করে। এর অন্তর্ভুক্ত প্রশাসনিক কর্মকর্তারা, যেমন- সরকারি শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী ইত্যাদি। এবং এই বেসামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে  বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তর থেকে। 

✅ আধা-সরকারি সংস্থা 

আধা-সরকারি সংস্থা বলতে বাংলাদেশ ব্যাংক, পেট্রোবাংলা, রেলওয়ে, বিআরটিসি, বিসিক ইত্যাদি সংস্থা  কে বোঝানো হয়। 

 

কে কাকে নিয়ন্ত্রণ করে? 

সামরিক বাহিনী নিয়ন্ত্রন করে→ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। 

অসামরিক বাহিনী নিয়ন্ত্রন করে → স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। 

অসামরিক বাহিনীর মধ্যে 

  • পুলিশ বাহিনী→ আইজিপি নিয়ন্ত্রন করে থাকে। 
  • র‍্যাব → পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত, তবে নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
  • বিজিবি → স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তবে সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়।

বেসামরিক প্রশাসনজনপ্রশাসন মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়ে থাকে। 

কার ক্ষমতা কতটুকু? 

 এখন প্রশ্ন হলো, এত বাহিনী একসঙ্গে কাজ করে কীভাবে? কার ক্ষমতা কতটুকু?

রাষ্ট্রপতির ক্ষমতা –

✅ সর্বোচ্চ সামরিক ক্ষমতার অধিকারী, সেনাবাহিনীর চিফদের নিয়োগ দেন এবং জরুরি অবস্থায় সামরিক আইন জারি করতে পারেন। 

🏛️ প্রধানমন্ত্রীর ক্ষমতা –

✅ প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি তদারকি করেন এবং সামরিক ও অসামরিক বাহিনীর কার্যক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত দেন। 

⚖️  সংসদ ও আইনপ্রণেতাদের ভূমিকা

✅ প্রতিরক্ষা বাজেট নির্ধারণ করেন এবং বাহিনীগুলোর জন্য আইন প্রণয়ন করেন

বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীসহ সকল প্রকার ডিফেন্সের চাকরির তথ্য, নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রস্তুতি গাইড পেতে ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল #CareerMessageথেকে।

আমাকে ফেসবুকে খুঁজে পেতে পারেন:
Career Message Facebook

কমেন্টে মতামত জানাবেন, এরপর কী বিষয়ে লিখবো।
ধন্যবাদ।

 

Shares:
Leave a Reply