সিরাজদীখানে ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

সিরাজদীখানে ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

সারাদেশ

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

2025-01-11

মুন্সীগঞ্জের সিরাজদীখানের ঢাকা-মাওয়া মহাসড়কের ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সিরাজদীখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলা এলাকার ফ্লাইওভারে নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিরাজদীখান থানার উপ-পরিদর্শক মো নোমান সিদ্দিকি জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী ওই নারীর শরীরে কোনো পোশাক ছিল না। ধারণা করছি, দুর্বৃত্তরা কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে।  

তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্তে পিবিআইর সহায়তা নেওয়া হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

© Samakal
Shares:
Leave a Reply