
সীমান্ত স্কয়ারে স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ৩
রাজধানী
সমকাল প্রতিবেদক 2025-01-12
রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ার শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে চুরি হওয়া কিছু স্বর্ণালংকার পাওয়া যায় বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
গত ৩ জানুয়ারি জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামে একটি দোকানের তালা কেটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় চোর চক্র। ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করলে সিসিটিভির ফুটেজ দেখে চোরদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।