স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক পেলেন কৃষকদল সভাপতির পদ

স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক পেলেন কৃষকদল সভাপতির পদ

সারাদেশ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

<time class="op-modified" dateTime="2025-01-17"2025-01-17
2025-01-17

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের ৮ ইউনিয়নের কমিটি গঠনে কয়েকটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। অনৈতিক সুবিধা নিয়ে কমিটি গঠনের অভিযোগ উঠেছে উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্রের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আরও অভিযোগ, ওই ইউনিয়ন কমিটিগুলোতে পতিত আওয়ামী লীগের অনুসারীদেরও পদ-পদবী দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা দেশিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাছেদ আলীকে দেশিগ্রাম ইউনিয়ন কৃষকদলের সভাপতি করা হয়েছে। এছাড়া অন্যান্য ইউনিয়ন কমিটি নিয়েও চলছে সমালোচনা।

এ ঘটনায় গত শনিবার দুপুরে তাড়াশ প্রেসক্লাব চত্বরে কৃষক দলের ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দেশিগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পাশাপাশি বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা বিষয়টির প্রতিকার চেয়ে তাড়াশ এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ জানিয়েছিলেন।

যা নিয়ে গত কয়েক দিনে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে নড়েচড়ে বসে সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিষয়টি তদন্তের জন্য গত বৃহস্পতিবার রাতে তাড়াশ উপজেলা বিএনপির পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রধান করা হয়েছে তাড়াশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দুলাল হোসেনকে। সদস্য হিসেবে রাখা হয়েছে সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সবুজ ও প্রবাসী কল্যাণ সম্পাদক মো. আব্দুল মালেককে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি গঠনের বিষয়টি তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফছার আলী এবং সাধারণ সম্পাদক এ টি এম আমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র অনৈতিক সুবিধা নিয়ে দেশিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাছেদ আলীকে দেশিগ্রাম ইউনিয়ন কৃষকদলের সভাপতি করেন। তাই পদবঞ্চিত প্রকৃত ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা মানববন্ধন করে প্রতিবাদ জানায় এবং তাড়াশ উপজেলা ও সিরাজগঞ্জ জেলা বিএনপি, কৃষকদলের নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হলো।

এদিকে অনৈতিক সুবিধা নিয়ে কমিটি করার অভিযোগ অস্বীকার করে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন তাড়াশ উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র।

© Samakal
Shares:
Leave a Reply