
হুইলচেয়ার ছাড়াই হাঁটছেন খালেদা জিয়া
রাজনীতি
সমকাল প্রতিবেদক 2025-01-15
লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। হুইলচেয়ার ও কারও সাহায্য ছাড়াই তিনি হাঁটতে পারছেন। তবে তাঁর লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেই সরাসরি লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন খালেদা জিয়া। সেখানে তিনি আরও কিছু সময় থাকবেন।
এসব তথ্য জানিয়ে গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, সব পরীক্ষার প্রতিবেদন এখনও হাতে আসেনি। তবে যতগুলোর প্রতিবেদন এসেছে, উদ্বেগের কিছু নেই। এখানে অনেক ভালো থরো চেকআপ (পুরো শরীর) হচ্ছে। হাসপাতালের পরিবেশও ভালো। এতে তিনি ভালো বোধ করছেন। কারও সাহায্য ছাড়াই হাঁটতে পারছেন। তবে ওয়াশরুম কিংবা অন্য জরুরি জায়গায় গেলে সাহায্য নিতে হয়। ছেলে ও পুত্রবধূ বাসা থেকে নিয়মিত খাবার নিয়ে আসছেন।
তিনি বলেন, সব পরীক্ষার প্রতিবেদন আসার পর লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। ঝুঁকির বিষয়টি মাথায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে তিনি সরাসরি ছেলের বাসায় যাবেন।
এদিকে, গতকাল এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া মানসিক ও শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ভালো।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। রুটিন বিভিন্ন পরীক্ষাগুলো চিকিৎসকরা করছেন। তাঁর চিকিৎসার ধরনে কিছুটা পরিবর্তনও আনা হয়েছে।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি তাঁকে যুক্তরাজ্যে নিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।